ফের লকডাউনের কথা ভাবছে না সরকার, বিমানবন্দরে নজরদারি করবে সেনাবাহিনী
প্রকাশিতঃ 9:27 pm | September 22, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
করোনার সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ সামলাতে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিলেও আর লকডাউনে যাওয়ার কথা এখনও চিন্তা-ভাবনা করছে না সরকার।
দ্বিতীয় ওয়েভ নিয়ে সরকারপ্রধানের প্রস্তুতির নির্দেশের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।
তিনি জানান, অর্থনীতি সচল রাখতে ফের লকডাউনের কথা ভাবছে না সরকার। করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে ব্যাপক সচেতনতা চালানো হবে। স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। বিমানবন্দরে মানুষের ঢোকা ও বের হওয়ার বিষয়ে মনিটরিং বাড়ানো হবে। বিমান বন্দরগুলোতে আগমন ও বহির্গমনে নজরদারির দায়িত্বে থাকবে সেনাবাহিনী।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মন্ত্রণালয়গুলোকে নিজস্ব পরিকল্পনা সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে। মসজিদ, মার্কেটসহ সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক করতে প্রয়োজনে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
কালের আলো/এসআর/এমএইচএ