ধর্ষণে সহযোগিতা, ভিপি নুরের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর মামলা

প্রকাশিতঃ 3:26 pm | September 21, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

ধর্ষণের সহযোগিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে লালবাগ থানায় ঢাবির এক শিক্ষার্থী মামলা করেছেন।

লালবাগ থানায় গতকাল রোববার(২০ সেপ্টেম্বর) এ মামলা হয় বলে নিশ্চিত করেছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কে এম রায়।

কে এম রায় বলেন, এ ঘটনায় গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন। মামলার এজাহারে অভিযোগকারী কী বলেছেন জানতে চাইলে কে এম রায় বলেন, ‘মামলাটি মাত্র হলো, যাচাই-বাছাই শেষে গণমাধ্যমকে জানানো হবে।’

ধর্ষণের অভিযোগের বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমি শুনেছি। কিন্তু এখনো থানা থেকে কিছু জানানো হয়নি।’

নুরুল হক নুর আরো বলেন, ‘আমরা যেহেতু সরকারের বিভিন্ন ইস্যুতে কথা বলি, তাই ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হয়েছে।’

কালের আলো/বিএস/বিএএ