জাল এনআইডি তৈরি করা দুই কর্মীকে সাময়িক অব্যাহতি দিল ইসি

প্রকাশিতঃ 12:13 am | September 14, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করার অভিযোগে গ্রেফতার দুই কর্মীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্প। টাকার বিনিময়ে জাল এনআইডি তৈরি করত তারা।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, ডাটা এন্ট্রি অপারেটর সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩২) ও আনোয়ারুল ইসলাম (২৬)।
সিদ্ধার্থ শংকর নির্বাচন কমিশনের খিলগাঁও এবং আনোয়ারুল ইসলাম গুলশান অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন।

রোববার(১৩ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. নুরুজ্জামান খান স্বাক্ষরিত পৃথক দুই চিঠিতে তাদের সাময়িক অব্যাহতি দেয়া হয়।

এর আগে গতকাল শনিবার রাতে মিরপুরের চিড়িয়াখানা রোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাচন কমিশনের দুই ডাটা এন্ট্রি অপারেটরসহ জাল এনআইডি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন, সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩২), আনোয়ারুল ইসলাম (২৬), আব্দুল্লাহ আল মামুন (৪২), সুমন পারভেজ (৪০) ও মজিদ (৪২)। এই চক্রটি দীর্ঘদিন থেকে জাল এনআইডির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ খেলাপিদের নতুন ঋণে সহায়তা করতেন। বিনিময়ে হাতিয়ে নিতে মোটা অঙ্কের টাকা। আর ঋণ হাতে পেলে এ চক্রটিকে দিতে হত, প্রাপ্ত ঋণের ১০ শতাংশ।

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাল এনআইডি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার সবুজবাগ ও গুলশান থানা নির্বাচন অফিসের আউটসোর্স ডাটা এন্ট্রি অপারেটর সিদ্ধার্থ শঙ্কর সূত্রধর ও আনোয়ারুল ইসলামকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্প।

এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রকল্পের এই দুই ডাটা এন্ট্রি অপারেটরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।

কালের আলো/এসআর/কেএমএস