বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত আপিল বিভাগের দুই বিচারপতির শ্রদ্ধা

প্রকাশিতঃ 10:31 am | September 12, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান এ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় দুই বিচারপতির পরিবরের সদস্য, গোপালগঞ্জ জেলা জজ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতি এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত এই দুই বিচারপতি।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। পরের দিন ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

কালের আলো/এসবি/পিএসকে