টেকনাফে তিন কোটি ৬০ টাকার ইয়াবা উদ্ধার
প্রকাশিতঃ 12:53 pm | September 09, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
টেকনাফে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র একটি টহলদল।
মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) নাফ নদী থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
বিজিবি জানায়, নাফ নদীতে তাদের নিয়মিত টহল পরিচালনা সময় টহলদল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, লাফারঘোনা বরাবর নাফ দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে।
পরে টহলদল কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকাযোগে বিআরএম-৫ হতে আনুমানিক ৫০০ গজ পূর্ব দিক দিয়ে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ করে কেওড়া জঙ্গলের আড় ব্যবহার করে নৌকা হতে লাফিয়ে নেমে অন্ধকারের সুযোগ নিয়ে উক্ত কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে পার্শ্ববর্তী গ্রামে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে দুই টি ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় এবং ১টি নৌকা জব্দ করা হয়।
কালের আলো/এসআর/এমকেএস