মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫
প্রকাশিতঃ 11:27 pm | September 06, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : ফোকাস বাংলা
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবুল বাসার মুন্না নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে।
রোববার(০৬ সেপ্টেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুন্না মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আবুল বাসার মুন্নাসহ এখন পর্যন্ত ২৫ জন মারা গেছে বিস্ফোরণের ঘটনায়। এ ছাড়া আরো যারা চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থাও খুব বাজে। কেউ শঙ্কামুক্ত নয়।’
গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৫ মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে আজ রোববার সকাল পর্যন্ত ২৩ জনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ১২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
কালের আলো/এসবি/এমএইচএ