যশোরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩

প্রকাশিতঃ 12:28 pm | September 01, 2020

কালের আলো সংবাদদাতা:

যশোরে চেকপোস্টে অ্যাম্বুলেন্সে তল্লাসি করে ২২৫ বোতল ফেনসিডিল ও ৮কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার(৩১ আগস্ট) দিবাগত রাতে মহেশপুর পৌরসভার অন্তর্গত পোস্ট অফিস মোড়ের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- .মোহাম্মদ ইমরান হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ মাজহারুল ইসলাম ওরফে সাগর।

পুলিশ জানায়, মহেশপুর পৌরসভার অন্তর্গত পোস্ট অফিস মোড়ে সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে তল্লাশি করে অ্যাম্বুলেন্স এর অভ্যন্তরে বিশেষ কায়দায় রক্ষিত এসব গাঁজা জব্দ করা হয় ।

কালের আলো/এসবি/এমএম