বেনাপোল সীমান্তে ৯ কেজি স্বর্ণের বারসহ নারী আটক
প্রকাশিতঃ 1:30 pm | August 29, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বেনাপোল (যশোর): বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছা খাতুন (৩৫) নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার সময় সাদিপুর সীমান্ত থেকে আটক করা হয়েছে।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর গ্রামে এক স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের চালান এনে তার বাড়িতে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামের সে বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সে বাড়ি থেকে ছোটবড় ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছা খাতুনকে আটক করা হয়। এস স্বর্ণের ওজন ৯ কেজি ২শ গ্রাম।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাদিপুর গ্রামের এক বাড়ি থেকে ৯ কেজি ২শ গ্রাম ওজনের ছোটবড় ৫৭ পিস স্বর্ণসহ এক নারী পাচারকারীকে আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
তিনি আরো জানান, আটক আসামিকে মামলা দিয়ে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
কালের আলো/এসবি/এমএইচএ