সিলেটে র্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিতঃ 8:04 pm | August 25, 2020

কালের আলো সংবাদদাতা:
সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী লায়েন মিয়া মিয়াকে আটক করেছে র্যাব-৯।
সোমবার(২৪ আগস্ট) র্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প ) এর মেজর মো. শওকাতুল মোনায়েম এবং সিনি. এএসপি নাহিদ হাসান এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর মোকামবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামীকে আটক করে।
র্যাব জানায়, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল । গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিকে র্যাব সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
কালের আলো/এসবি/এমএম