লাইফ সাপোর্টে এমপি ইসরাফিল আলম
প্রকাশিতঃ 11:31 pm | July 25, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তীব্র শ্বাসকষ্টে ভুগছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) রাত ১০টায় ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংসদের ছোট বোন রুনু বলেন, সম্প্রতি মা মারা গেছেন। এরপর বাড়ি থেকে ফিরে ভাই করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি এখন কোভডি-১৯ নেগেটিভ হলেও মানসিক ও শারীরিকভাবে খুবই দুর্বল। চিকিৎসকরা বলেছেন তার ফুসফুস ৩০ শতাংশ কাজ করতে পারছে।
ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রুনু।
কালের আলো/এসবি/এনএল