সিলেটে অবৈধ বালুমহালে র‌্যাবের অভিযান, জরিমানা ৭ লাখ

প্রকাশিতঃ 8:37 pm | July 07, 2020

কালের আলো সংবাদদাতা:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৯) এর পৃথক মোবাইল কোর্টের অভিযানে মোট সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(০৭ জুলাই) জেলার পৃথক পৃথক স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, সিপিসি-২ অপারেশন কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি সোমেন মজুমদার নেতৃত্বে মৌলভিবাজারের শ্রীমঙ্গল থানার কালাপুর এলাকায় বালুমহাল ও মাটি বিধিমালা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন ব্যক্তিতে ৭ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে মৌলভিবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।

অপরদিকে সিপিসি-৩ এর অপারেশন কমান্ডার লে: কমান্ডার ফয়সল আহমদ ও এসএসপি মো: আবদুল্লাহর নেতৃত্বে সুনামগঞ্জের নোয়াখালি ও পাথারিয়ায় অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল সংক্রান্ত অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারি পরিচালক মো: শফিকুল ইসলাম।

কালের আলো/এসআরকে/এমএইচ