নান্দাইলের ওসির কাছে চাঁদা দাবি ছাত্রলীগ নেতার, আটক ৪

প্রকাশিতঃ 4:59 pm | June 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করায় স্থানীয় চার ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজু, সাংগঠনিক সম্পাদক রয়েল, সদস্য কামরুল ও টিটু।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজি জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম প্রথমে ওসির কাছে ২০ হাজার এবং পরে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ওই টাকা আনতে দুপুরে থানায় আসেন ওই চার ছাত্রলীগ নেতাকর্মী। পরে তাদের আটক করা হয়।

কালের আলো/ওএইচ