অর্থ আর ঢেউটিন পাচ্ছেন ময়মনসিংহ হকার্স মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

প্রকাশিতঃ 5:49 pm | June 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ময়মনসিংহ হকার্স মার্কেট পুনঃনির্মাণের জন্য ব্যবসায়ীরা পাচ্ছেন নগদ অর্থ ও ঢেউটিন।

মঙ্গলবার (১২ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর (ডিডিএম) নগদ ১১ লাখ ৭৯ হাজার টাকা ও ৩৯৩ বান্ডিল ঢেউটিন ব্যবসায়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ হকার্স মাকের্টের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। টানা পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় দেড়শ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে হকার্স মার্কেটের অন্তত ১৫ থেকে ১৮ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ী নেতারা।

কালের আলো/ওএইচ