ধন্যবাদ ‘মাননীয় প্রধানমন্ত্রী’: রকিব
প্রকাশিতঃ 9:14 pm | June 09, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে চলমান মাদক নির্মূল অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসার দাবি রাখে মন্তব্য করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব বলেছেন, ‘আমার ছাত্র রাজনীতি জীবনের শুরু থেকে অদ্যবদি যে সকল লড়াই, আন্দোলন-সংগ্রাম করেছি তার বৃহৎ অংশই করতে হয়েছে এই মাদকের বিরুদ্ধে।’
মাদকের বিরুদ্ধে আন্দেলন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে রকিব বলেন, ‘দীর্ঘদিন যাবত খুঁজেছি মাদক ব্যবসা বন্ধ করার বিভিন্ন পথ-কৌশল। অনেক সময় নিজে ব্যর্থ হলেও অপেক্ষায় ছিলাম দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আজকের এই মাদকবিরোধী অভিযানের। তবে একটি দিক বিশেষভাবে খেয়াল রাখতে হবে কেউ যেন কোনভাবেই প্রতিহিংসার শিকার না হয়ে যায়। কারণ একটি মহল মহৎ এ অভিযানকে বিতর্কিত করতে ওঁৎ পেতে আছে।’
জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের ফেসবুক টাইমলাইনে প্রকাশিত স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
কুচক্রীদের এক হাত নিয়ে তিনি বলেন, ‘আজকে যারা এই অভিযান নিয়ে গলাবাজী করছেন, সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু করছেন, অভিযানকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন তাদেরকে বলছি- আজ যদি এমন অভিযান না হতো তবুও আপনারা সরকারের বিরুদ্ধে ইস্যু সৃষ্টি করতেন। এটাই হচ্ছে আপনাদের নৈতিকতা!’
সমালোচকদের সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগীতা করার আহবান জানিয়ে কুচক্রী মহলের প্রতি প্রশ্ন রেখে রকিব বলেন, ‘আপনাদের কাছে কি এমন কোন পদ্ধতি আছে যেই পথে হেটে দেশের মাদক ব্যবসা বা সেবন বন্ধ হবে? কার জন্য আজ গলাবাজি করতাছেন একজন হত্যাকারির জন্য? একজন খুনি ১,২,৩টি খুন করতে পারে কিন্তু একজন মাদক ব্যবসায়ী প্রতিদিন কত শত মানুষের তাজা প্রাণ হত্যা করছে, তাদের জন্য? কতশত বাবা, মায়ের স্বপ্ন হত্যা করছে- তাদের জন্য? ছিনতাই থেকে শুরু করে মাদকের তাড়নায় সমাজে কতশত নতুন অপরাধ জন্ম দিচ্ছে, তাদের জন্য?
নিরাপদ মাদক ব্যবসার কেন্দ্র হিসেবে পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানকে করছে অপবিত্র ও ভবিষ্যত আলোর দিশারীদের মাদকের মরণ ছোবলের অন্ধকারের মৃত্যুর মিছিলের দিকে ঠেলে দিচ্ছে- তাদের জন্য? যারা আপনার একমাত্র আদরের বোনের জন্য করা বিয়ের বাজার, বহু কষ্টে জমানো অর্থ মাদকের তাড়নায় যে ছিনতাই করে নিয়ে যাবে- তাদের জন্য? আপনারা প্রানের চেয়ে প্রিয় সন্তানকে যে মাদক নামক বিষ দিয়ে হত্যা করবে- তাদের জন্য? একজন স্বপ্নবাজ যুবক টিউশনি কিংবা পার্ট টাইম জব করে সারা মাস পরিশ্রম করে আর অপেক্ষার প্রহর গুনে, কখন সে বেতন পাবে এবং তা দিয়ে অসুস্থ মায়ের জন্য ঔষধ আর বোনে পরীক্ষার ফি দিবে, সেই বেতনের অর্থ নিয়ে আসার সময় পথে মাদকে আক্রান্ত ওঁৎ পেতে থাকা সেই হায়নার ছুরিকাঘাতে আহত কিংবা অতঃপর নিহত হয়ে পরে থাকা সেই লাশের অভিশপ্ত হন্তারকের জন্য?
অনেক সন্তান তার পিতা-মাতার স্বপ্ন পূরণের লক্ষ্যে যখন শহরে আসে তখন ঐ শহরের মাদকাসক্ত ছেলেগুলোর দ্বারা গ্রামের সহজ সরল শিক্ষার্থীরা যে পরিমান হয়রানীর শিকার হয়- তাদের জন্য ? একজন সন্ত্রাসের, সহ¯্র হত্যার মূল হোতা দেশদ্রোহীর জন্য? যে অভিযান প্রসঙ্গে গলাবাজি করছেন তা কি হাজার হাজার তরুণের প্রাণ হত্যাকারীর পক্ষ নিচ্ছে কিনা- সে দিকে কি খেয়াল করেছেন?’
যারা কথিত ‘সুশীল’ তারাই আজকের সমাজ ধ্বংসের অন্যতম মূল নিয়ামক উল্লেখ করে তিনি বলেন, ‘ওইসব সুশীলদের জন্যই এতদিন মাদকের বিরুদ্ধে বারবার শ্লোগান ধরা, মাদকবিরোধী বিভিন্ন সভা, সেমিনার, মানববন্ধন, র্যালি এমনকি নিজেও একজন সুশিক্ষিত নাগরিক হিসাবে সাধারণ ছাত্র-জনতাকে সাথে নিয়ে একাধিক বার আইন হাতে তুলে নিয়েও পারিনি ছাড়পোকার মতই বিস্তার করা মাদকের ভয়াবহতা রোধ করতে।’
মাদক ব্যবসায়ীরা ১০ খুনের হত্যাকারীর চেয়ে অধিকতর বড় অপরাধী মনে করে রকিব বলেন, ‘দেশ সেবার মহান ব্রত নিয়ে যেসব আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অনৈতিক ও হারাম কর্মকান্ডের করণে মাদক ব্যবসায়ীরা মদদপুষ্ট হয় তাদের পরিনামও যেন মাদক ব্যবসায়ীদের মতোন এক ও অভিন্ন হয়। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আজ দেশের চলমান মাদকবিরোধী অভিযানে এটাই হোক আমাদের মূল আওয়াজ।’
মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই সাহসী অভিযানকে সাধুবাদ জানিয়ে ময়মনসিংহে শীর্ষ এ ছাত্রনেতা বলেন, ‘মাদক নির্মূলে যেহেতু সরকার এমন একটি কর্মসূচী গ্রহণ করেছেন তাতে আমরা বিচলিত না হয়ে আসুন মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সকলেই অতীতের ন্যায় দেশরত্ন শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা রাখি। সে সব পুত পবিত্র, আত্মস্বীকৃত মহান ব্যক্তিদের, যারা সত্যকে স্বীকার করতে ভয় পান, আপনারা লুকিয়ে হলেও মনে মনে স্বীকার করবেন আর বলবেন “ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী”।’
কালের আলো/ওএইচ