ময়মনসিংহের হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
প্রকাশিতঃ 9:09 am | June 07, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ময়মনসিংহ শহরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ ৪টি, ত্রিশাল, মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। মার্কেটে ৩শ দোকান রয়েছে বলে জানান তিনি।
কালের আলো/ওএইচ