হাতে হাতে লাল-সবুজের পতাকা,  স্মরণকালের দীর্ঘ শোডাউন 

প্রকাশিতঃ 9:49 pm | December 31, 2017

স্টাফ করেসপন্ডেন্ট :
সব মত-পথ যেন একাকার হয়ে মিশেছিল নগরীর ঐতিহাসিক রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে। হাতে-মাথায় লাল-সবুজের পতাকা নিয়ে ধীরপায়ে হাঁটছেন সবাই। বিজয় পতাকা মিছিলে দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ সবাই। বিজয়ের মাসের শেষ দিনে এ যেন বিজয় উৎসব।
বুকভরা গর্ব আর উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এ বিজয় পতাকা মিছিলে ছিল না তিল ধারণের ঠাঁই। রোববার বিকেলের এ মিছিলে যে কেবল দলীয় নেতা-কর্মীরাই যোগ দিয়েছিলেন বিষয়টি তেমন নয় মোটেও। দলমত নির্বিশেষে তরুণ প্রজন্ম আর সাধারণ মানুষও যোগ দিয়েছিল এ মিছিলে।
কারো কন্ঠে ছিল আবার ‘জয় বাংলা’ শ্লোগান। প্রায় ১০ হাজার নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষের এ মিছিল ছুটলো নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে গাঙ্গিনারপাড়, নতুন বাজার মোড় হয়ে টাউন হল মোড় পর্যন্ত।


বিজয়ের মাসে সব ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের এক প্ল্যাটফর্মে এনে ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত বিজয় মিছিলের মধ্যে দিয়ে ময়মনসিংহবাসী নতুন করে শপথ নিলো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার।
একই সঙ্গে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকরের দাবিও তুললো।
সূত্র জানায়, এ বিজয় পতাকা মিছিলের মধ্যে দিয়ে রাজপথে বিরোধী দল বিএনপিকে নিজেদের শক্তি ও সামর্থ্যরে কথাও জানান দিয়েছে জেলা আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু পরিষদ। স্মরণকালের দীর্ঘ এ বিজয় পতাকা মিছিলের মধ্যে দিয়ে দলীয় নেতা-কর্মীরাও চাঙ্গা হয়ে উঠেছেন।
বিজয় পতাকা মিছিলে ময়মনসিংহ পৌরসভার মেয়র ও মহানগর আ’লীগের অন্যতম শীর্ষ নেতা মো: ইকরামুল হক টিটু’র অনুসারী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিশাল শোডাউন করেন। এ পতাকা মিছিলকে ঘিরে গোটা নগরী ছিল লাল-সবুজের পতাকায় একাকার।
স্মরণকালের দীর্ঘ এ বিজয় পতাকা মিছিলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা: এম.এ.আজিজ, মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, জেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ড.সামিউল আলম লিটন, নওশেল আহমেদ অনিসহ  বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা বিশাল শোডাউন করে যোগ দেন।


পরে বিজয় পতাকা মিছিলটি নগরীর গাঙ্গিনারপাড় মোড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। ঐতিহাসিক এ বিজয় পতাকা মিছিলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড.মো: আব্দুর রাজ্জাক এমপি।

Print Friendly, PDF & Email