ময়মনসিংহে ডিবি পুলিশের হাতে বিদেশি অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

প্রকাশিতঃ 8:38 pm | May 13, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: ময়মনসিংহে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন- নগরীর কাঁচিঝুলি ইটাখোলা রোড এলাকার রুপু মিয়ার ছেলে মো. আলো মিয়া (২৮) ও একই এলাকার প্রয়াত সোহেল মিয়ার ছেলে মনোয়ার হোসেন অন্তু (২৫)।

রোববার (১৩ মে) বিকেল ৪ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি কর্মকর্তা আশিকুর রহমান জানান, শনিবার (১২ মে) দিনগত রাতে নগরের কাঁচিঝুলি মোড়স্থ রূপালী ব্যাংকের সামনের সড়কে দুই যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় আলো মিয়ার শরীর তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি ‘সেভেন পয়েন্ট সিক্স’ পিস্তল এবং মনোয়ার হোসেন অন্তুর কাছ থেকে দুই রাউন্ড ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

আশিকুর রহমান আরো জানান, আটক দুই যুবক নগরের শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয় ১ নম্বর আমলী আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।