ডিজিটাল বাংলাদেশ এখন মাদকের ছোবলে টালমাটাল: এরশাদ
প্রকাশিতঃ 2:07 pm | May 02, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা শুনেছিলাম। এখনও ঘরে ঘরে চাকরি হয়নি। ঘরে ঘরে চলে গেছে ইয়াবা। ডিজিটাল বাংলাদেশ এখন মাদকের ছোবলে টালমাটাল। আর সুশাসনের অভাবে দেশে ধর্ষণ বেড়ে গেছে। বেড়ে গেছে খুন, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি আর দলবাজি।
মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে-দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, খবরের কাগজ খুললেই শুধু হত্যা আর মৃত্যুর সংবাদ চোখে পড়ে। আমরা বাঁচতে চাই, দেশ ও মানুষ বাঁচাতে চাই। তাই পরিবর্তন প্রয়োজন। আর জাতীয় পার্টি ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, শুধু বেঁচে থাকার জন্য তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা ১২ ঘণ্টা কাজ করে, কিন্তু কেউ খবর রাখে না কাজ শেষে শ্রমিকরা কোথায় থাকে, কিভাবে থাকে। জাতীয় পার্টিই শ্রমিকবান্ধব সরকার গঠন করবে। এজন্য সাধারণ মানুষের সঙ্গে শ্রমিক ও মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের হাতে আজ কিছু নেই। হাসি নেই, আনন্দ নেই, শান্তি নেই, বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, নিরাপত্তা নেই, নাগরিক অধিকার নেই, শুধু নেই আর নেই। আছে শুধু হাত বাঁধা শৃঙ্খল। এই শৃঙ্খল আজ আমাদের ভাঙতে হবে। এই হোক মহান মে দিবসের অঙ্গীকার।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন-জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও এস এম ফয়সল চিশতী।
সমাবেশে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, আজম খান, মেজর খালেদ আখতার (অব.) ও মো. শফিকুল ইসলাম সেন্টু।
কালের আলো/এসকে/ওএইচ