ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

প্রকাশিতঃ 10:14 am | May 01, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ভালুকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সিড স্টোর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কালের আলো/ওএইচ