ময়মনসিংহে জমির সীমানা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিতঃ 9:14 pm | April 29, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে হোসেন আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের নামাপাড়া এলাকা এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান জানান, দুপুরে নামাপাড়া এলাকার মামুনের সঙ্গে ওই বৃদ্ধের জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে মামুন তাকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার শাকের আহমেদ বলেন, ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
কালের আলো/এমএসএ