সরকারকে ‘বিদ্রুপ’ করার অভিযোগে বিডিজবসের প্রধান নির্বাহী আটক

প্রকাশিতঃ 2:56 pm | April 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ফেসবুকে প্রধানমন্ত্রী ও সরকারকে বিদ্রুপ করার অভিযোগে চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের সবচেয়ে বড় ওয়েবসাইট বিডিজবসের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাসরুরকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ফেসবুকে প্রধানমন্ত্রী ও সরকারকে বিদ্রুপ করায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেয়া হবে।”

প্রায় দেড় যুগ আগে একেএম ফাহিম মাসরুর বিডিজবস.কম প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি দেশের প্রথম বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী। তিনি দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০১২-২০১৩ মেয়াদে সভাপতির দায়িত্বও পালন করেছেন।

 

কালের আলো/আরএসআর

Print Friendly, PDF & Email