প্রয়োজনে খাদ্য বিভাগেও শুদ্ধি অভিযান: খাদ্যমন্ত্রী

প্রকাশিতঃ 8:16 pm | October 30, 2019

কালের আলো প্রতিবেদক:

খাদ্য বিভাগের কর্মকর্তাদের কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকদের হয়রানি কোনো ভাবেই মেনে নেওয়া হবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান-চাল ক্রয় করার ব্যাপারে দুর্নীতি হলে ছাড় নয়। যে কোনো মূল্যে দুর্নীতিমুক্ত করতে হবে খাদ্য বিভাগকে। প্রয়োজনে সরকারের শুদ্ধি অভিযান চালানো হবে।

বুধবার (৩০ অক্টোবর) দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন আমন ধান সংগ্রহ ( ২০১৯-২০২০) কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

ধান-চাল ক্রয় করার ব্যাপারে অনিয়ম হলে ছাড় দেয়া হবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকরা ধানের ন্যায্য মূল্য পায় সে জন্য সরকার সারাদেশে পেডি সাইলো নির্মাণ করছে। এরমধ্যে ২৫টি হবে রংপুরে। এতে করে কৃষকরা যতোই ভেজা ধান দিক, সরাসরি সাইলো ফেনিং মেশিনে ঘণ্টার মধ্যেই শুকিয়ে রাখা যাবে। ফলে আমরা একই ধরনের চাল পাবো যা বিদেশে রফতানি করা যাবে। আমাদের দেশ এখন আর মঙ্গাপীড়িত নয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি বলেন, এখন আমরা খাদ্য বিদেশে রপ্তানী করতে পারি। ইতো মধ্যে আমরা ১০ লক্ষ মেট্রিক টন চাল বিদেশে রপ্তানী করতে পারব এমন প্রক্রিয়া চলছে। আমাদের দেশে এখন অনেক বেশি ধান উৎপাদন হওয়ায় আমরা কৃষকেরা নিকট থেকে অনেক বেশি পরিমাণে ধান ক্রয় করেছে সরকার। এখন পর্যন্ত আমাদের ১৫ লক্ষ মেট্টিক টন ধান ক্রয় করা আছে। আবার আর কয়েক দিন পর আমন ধানে ধানকাটা মাড়াই শুরু হবে। সরকার আবার আমন ধান সংগ্রহের কার্যক্রম শুরু করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জনশীল গোপাল এমপি, জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, চেম্বারের সভাপতি সুজাউর রব চৌধুরী, সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেন প্রমুখ।

কালের আলো/এনআর/এমএইচএ