রাজধানীর রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
প্রকাশিতঃ 4:56 pm | October 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। রূপনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার(৩০ অক্টোবর) বেলা ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রূপনগরের ১১ নম্বর রোডে আগুন লেগেছে শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
রূপনগর থানার ডিউটি অফিসার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে আগুন লেগেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
কালের আলো/এনআর/এমএম