মতিঝিলের ডিসি আনোয়ার দিনাজপুরে ও এডিসি শিবলী পার্বত্য চট্টগ্রামে বদলি

প্রকাশিতঃ 4:46 pm | October 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিলের ডিসি আনোয়ার হোসেনকে দিনাজপুরে ও এডিসি শিবলী নোমানকে পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়েছে। এর আগে ক্যাসিনোর আখড়া মতিঝিল জোনে তারা দু’জনই দায়িত্বরত ছিলেন। ক্যাসিনোতে অভিযানের পর ৬ অক্টোবর শিবলী নোমানকে মতিঝিল বিভাগ থেকে ডিবিতে বদলি করা হয়েছিল।

মঙ্গলবার(২৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেনকে দিনাজপুরের এসপি হিসেবে বদলি করা হয়। আর দিনাজপুরের এসপি সৈয়দ আবু সায়েমকে বদলি করা হয়েছে সিআইডিতে।

পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আমিনুল ইসলামের সই করা এক আদেশে অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমানকে ডিবি থেকে পার্বত্য চট্টগ্রামের নবম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

ডিএমপি সদর দফতরের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর পুলিশের তদন্তে বেরিয়ে আসে শিবলী নোমান এসব ক্লাব থেকে ঘুষ নিতেন। এর আগে ২০১৪ সালের ১৭ মার্চ রামপুরা থানার তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা ওই থানায় তখনকার রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) শিবলী নোমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

এতে তিনি উল্লেখ করেন, রামপুরা থানায় আটক দুই সোনা চোরাচালানিকে ছেড়ে দিতে পুলিশ কর্মকর্তা শিবলী নোমান তাকে চাপ ও হুমকি দেন।

কালের আলো/এনআর/এমএইচ