ফুলবাড়ীয়ায় ২টি স্কুলের একাডেমিক ভবন, রাস্তা-ব্রীজ উদ্বোধন

প্রকাশিতঃ 10:27 pm | April 04, 2018

সাকির আহম্মেদ খান, কালের আলো:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১নং নাওগাও ইউনিয়নের ২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, ১টি ব্রীজ ও ১টি হিরিং বন রাস্তা উদ্বোধন করেছেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মোসলেম উদ্দিন এ্যাডভোকেট।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বগাকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, দুপুর ২ টায় নওশের বাজার হতে শিবপুর বোটের বাজার পর্যন্ত হিরিংবন রাস্তা উদ্বোধন, দুপুর আড়াইটায় শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন, ৩টায় বানার নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করেন প্রধান অতিথি।

পরে নাওগাও ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল জনসভায় ভাষন দেন আলহাজ্ব মো: মোসলেম উদ্দিন এ্যাডভোকেট এমপি।

এ সময় থানা অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম, উপজেলা উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তোফাজ্জল হোসেন, সদস্য আলহাজ্ব মো: মজিবুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মো: রুহুল আমিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো: আব্দুল কদ্দুস, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুজ্জামান, শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ, তাঁতীলীগের সভাপতি গোলাম সারোয়ার মুঞ্জু, উপজেলা যুবলীগের যুন্ম-আহব্বায়ক মুঞ্জুরুল হক রাসেল, স্বেচ্ছাসেবকলীগের যুন্ম-আহব্বায়ক শ্রী সুজন রতন দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রকিব, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক ও সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আব্দুস ছালাম।