সম্রাটের কার্যালয়ে র্যাবের অভিযান
প্রকাশিতঃ 2:08 pm | October 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনে অবস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকেছে র্যাব সদস্যরা।
রোববার (৬ অক্টোবর) দুপুরে যুবলীগের এ কার্যালয়ে ঢোকেন র্যাব সদস্যরা। এখানেই নিয়মিত বসতেন সম্রাট।
কালের আলো’কে রমনা থানার ওসি-অপারেশন মাহফুজুল হক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সম্রাটের কার্যালয়ে র্যাব সদস্যরা। ছবি: শাকিল আহমেদতার আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীশূন্য হয়ে পড়ে যুবলীগের কার্যালয়।
দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, যুবলীগ কার্যালয়ের প্রধান ফটকের কলাপসিবল গেটে তালা দিয়ে ভিতরে দু’জন সিকিউরিটি গার্ড ও দু’জন পুরুষ বসে আছেন। অফিস খোলা না বন্ধ জানতে চাইলে প্রথমে বলেন, খোলা। ভিতরে যেতে চাইলে বলেন, ভিতরে কোনো লোকজন নেই।
এর কিছুক্ষণ পরেই র্যাব সদস্যরা কার্যালয় ঘিরে অবস্থান নেন।
কালের আলো/এনআর/এমএম