এখন পর্যন্ত ক্যাসিনো কাণ্ডে আটক হলেন যারা

প্রকাশিতঃ 1:28 pm | October 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অবশেষে র‌্যাবের কাছে আটক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। রাজধানীতে ক্লাব ব্যবসার আড়ালে ক্যাসিনো ব্যবসা পরিচালনার কারণে যিনি ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত।

রাজধানীতে অবৈধ ক্যাসিনো পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযানে সম্রাটের আগেও একাধিক ক্যাসিনো গড ফাদারকে আটক করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।

সর্বশেষ রোববার (৬ আক্টোবর) ভোরে যুবলীগের আলোচিত নেতা সম্রাটকে আটক করে র‌্যাব।

এ নিয়ে ক্যাসিনো বিরোধী অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নিয়েছে সবাইকে।

ক্যাসিনো কাণ্ডে এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন যারা: যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, জিকে শামীম, কৃষক লীগের নেতা শফিকুল আলম, মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, গেন্ডারিয়ায় যুবলীগ নেতা এনামুল হক এনু, রুপম ভুঁইয়া এবং অনলাইন ক্যাসিনো এর মূল হোতা সেলিম প্রধান।

গ্রেফতার অভিযানে প্রায় সবার কাছে থেকে মোটা অংকের নগদ টাকা, অবৈধ অস্ত্র, স্বর্ণ, মাদক জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।

১৮ অক্টোবর থেকে ছোট-বড় মিলিয়ে এখন পর্যন্ত মোট ৪০ টির মতো অভিযান পরিচালিত হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগ নেতাদের অপকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বৈঠকে তিনি বলেন, ‘যুবলীগ ঢাকা মহানগরের এক নেতা যাচ্ছে তাই করে বেড়াচ্ছে, চাঁদাবাজি করছে। আরেকজন দিনের বেলাতেই প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলে। সদলবলে অস্ত্র নিয়ে ঘোরে। এসব বন্ধ করতে হবে। যারা অস্ত্রবাজি করে, যারা ক্যাডার পোষে, তারা সাবধান হয়ে যান, এসব বন্ধ করুন। তা না হলে যেভাবে জঙ্গি দমন করা হয়েছে, একইভাবে তাদেরও দমন করা হবে।’

তারপর থেকেই এই শুদ্ধি অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালের আলো/এনআর/এমএম