বিমানকে এগিয়ে নিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নতুন এমডি

প্রকাশিতঃ 5:29 pm | September 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিমানকে এগিয়ে নিতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।

তিনি বলেছেন, বিমানকে এগিয়ে নিতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। এটি জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান। এটিকে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের পরামর্শ প্রয়োজন। আপনাদের সহযোগিতায় বিমানকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিমানের কর্পোরেট অফিস বলাকায় দায়িত্ব গ্রহণের পর সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

বিমানের নতুন এই এমডি আরও বলেন, বিমানের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। যাত্রীসেবা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীসেবা, নিরাপত্তা ও নির্ধারিত সময়ে পৌঁছানোই আমাদের সবচেয়ে বড় বিষয়।

সংবাদ সম্মেলনে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এনআর/এইচএ