ময়মনসিংহে ১৯ জুয়াড়িকে আটক করেছে ডিবি

প্রকাশিতঃ 6:13 pm | September 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ শহরের খাগডহর এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক জুয়াড়িরা হলেন- সুজন মিয়া (৩৫), রিপন (২৫), সুজন (২৫), রফিকুল ইসলাম (৪৫), মো. রনি (২৯) ও মনির হোসেন (২৬)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হকের নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কালের আলো/এমএম/বিআর