‘চলচ্চিত্রে আমরা শুধু পড়ে থাকি প্রেমের গল্প নিয়ে’

প্রকাশিতঃ 10:47 pm | March 24, 2018

::মাকসুদ-উন নবী::

বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের কতো দুর্দান্তসব গল্প রোজ চারদিকে তৈরী হয়। আর আমরা শুধু পড়ে থাকি প্রেমের গল্প নিয়ে।

১.
২০১৫ সালে থাইল্যান্ড উপকূলে আন্দামান সাগরে হাজারো অভুক্ত প্রাণ (বাংলাদেশী ও রোহিঙ্গা) ভাসতে থাকলো, দায় নিলো না কেউ। চরম মানবিক বিপর্যয়ের সেই গল্প নিয়ে দারুণ একটা সিনেমা হতে পারতো।

২.
দীর্ঘ ৬৭ বছরের বন্দিদশা মুক্তি পেলো ছিটমহলবাসী। ছিটমহল বাসিন্দাদের স্থানান্তরের সময় যে অভুতপূর্ব বিষাদ ও আবেগের চিত্র তৈরী হয়েছিলো, তা নিয়ে চমৎকার একটি চলচ্চিত্র হতে পারতো।

৩. সাম্প্রতিক রোহিঙ্গা বিপর্যয় ও মানবিক বাংলাদেশ নিয়ে দুর্দান্ত একটি চলচ্চিত্র হতেই পারে।

৪. নেপালের বিমান দুর্ঘটনা, পাইলট আবিদের মৃত্যু… সেই শোকে তার স্ত্রীর চলে যাওয়া এবং তাদের সন্তানটির সামনে চ্যালেঞ্জের পৃথিবী। এই গল্প যেনো চলচ্চিত্রের প্রতিচ্ছবি।

আমাদের বাস্তব জীবন থেকে নেয়া এমন নানা গল্পে চলচ্চিত্র নির্মিত হলে সমাজের জন্য কিছু একটা যোগ হতো।

এফডিসির দেয়ালের ভেতর রসালো কয়টা আইটেম গানের ছায়াছবি বানাবেন, আর মাঝেমাঝে অস্কারের দুঃস্বপ্ন দেখবেন, তা তো হয় না।

 

(ফেসবুক থেকে সংগৃহীত)

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email