ময়মনসিংহে ডিবির অভিযানে জুয়াড়ি-মাদক বিক্রেতাসহ আটক ২১

প্রকাশিতঃ 8:08 pm | August 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জুয়াড়ি-মাদক বিক্রেতাসহ ২১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতদের মধ্যে জুয়াড়ি ১৫ জন, পাঁচ মাদক বিক্রেতা ও ওয়ারেন্টভুক্ত এক আসামি রয়েছে।

গত ২৪ ঘন্টায় তাদের আটক করা হয় বলে রোববার (২৫ আগস্ট) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা তারা হলেন-আবুল খায়ের (৩৮), ফজলুল হক (৫০), আল-আমিন (৩৫), লিটন (৩৮), আব্দুল জলিল (৪০), হাসমত আলী (৩৮), তাইজুল ইসলাম (৪০), মুনসুর আলী (৩৮), শহিদুল্লাহ (৪৩), বাবুল আহম্মেদ (৪০), হাবিবুল্লাহ (৩২), মাসুদ (২৮), নজরুল ইসলাম (৪২), জাহাঙ্গীর আলম (২৪), রাকিবুল হাসান (২০), দেলোয়ার হোসেন (২১), রেজাউল করিম শাওন (৩২), রুহুল আমিন (২৬), রিপন (২০) এবং মোজাম্মেল হক রাসেল (৩৬)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল হোসেন আকন্দ জানান, গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া থেকে ১৫ জুয়াড়ি, ত্রিশাল উপজেলার কোনাবাখাইল এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ একজন, শহরের পাটগুদাম এলাকা থেকে একটি প্রাইভেটকার ও ৪ হাজার ২১০ পিস ইয়াবাসহ আরও চার মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এছাড়া সদরের বারুয়ামারি এলাকা থেকে রাসেল নামে তিন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কালের আলো/এমএ/আরএইচএ