রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ : শিক্ষামন্ত্রী
প্রকাশিতঃ 1:03 am | August 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
রোহিঙ্গা সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি। তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে যা কিছু করা দরকার তা বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার করে যাচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের উদ্যোগ নিয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা মেঘনার ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সবার চেষ্টায় মিয়ানমারকে তাদের মত বদলাতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা বিশ্বের সব দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি, সবার চেষ্টায় মিয়ানমারকে তাদের মত বদলাতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা বিভ্রান্তি ছড়িয়ে রোহিঙ্গাদের নিজ বাসভূমে ফেরত যেতে কিছুটা নিরুৎসাহিত করছে এ রকম খবরও আমাদের কাছে আসছে।
সব বিষয় বিবেচনায় নিয়ে সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সহসাই আমরা সফল হতে পারবো বলে আশা করছি।
চাঁদপুরে মেঘনার ভাঙন প্রতিরোধে স্থায়ী রক্ষাবাঁধ দেওয়ার উদ্যোগের কথা জানিয়ে ডা: দীপু মনি এমপি বলেন, চাঁদপুরে মেঘনার ভাঙন প্রতিরোধে ২০০৮ সালের নির্বাচনে আমরা অঙ্গীকার করেছিলাম, ২৯ কিলোমিটার বাঁধ দিয়ে সেই ওয়াদা রক্ষা করেছি। কিন্তু প্রতিবছর বর্ষা মৌসুমে প্রচণ্ড ঘূর্ণায়নের কারণে শহর রক্ষাবাঁধে ভাঙন দেখা দেয়।

তাৎক্ষণিকভাবে পুরান বাজার হরিসভা এলাকায় ভাঙন প্রতিরোধে ১৩৪ মিটার র্দৈঘ্য এবং ৭০ ফুট প্রস্থে ২৯ হাজার বালু ভর্তি জিইও ব্যাগ ফেলা হয়েছে এবং আরও ১ হাজার ব্যাগ ফেলা হবে। এই কাজে জরুরি ভিত্তিতে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে, যোগ করেন তিনি।
পরে শিক্ষামন্ত্রী হরিসভা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর একটি অনুষ্ঠানেও বক্তব্য রাখেন। মন্ত্রীর সঙ্গে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. মঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএইচ/এএ