জাতিকে নেতৃত্ব শূণ্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা : স্পিকার

প্রকাশিতঃ 5:06 pm | August 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও জাতিকে নেতৃত্ব শূণ্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন জঘন্যতম পরিকল্পিত হত্যাকান্ডের নজির বিশ্বে বিরল।

শনিবার (২৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডে বেগম আইভি রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে এ আলোচনা সভা এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ওই হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত হয়েছিলেন। আইভি রহমান আজীবন নারী মুক্তি ও নারী কল্যাণে কাজ করে গেছেন।

তিনি আরও বলেন, নারীদের রাজনীতিতে আসার পথটা মসৃন ছিল না। কিন্তু আইভি রহমান সারাজীবন নারীদেরকে রাজনীতিতে এগিয়ে নিতে কাজ করে গেছেন। তিনি আন্দোলন সংগ্রামের পাশাপাশি গঠনমূলক কাজও করেছেন, যাতে নারীরা নিজেদের প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যেতে পারেন। আইভি রহমান নারীদের নিকট অনুকরণীয় হয়ে থাকবেন।

বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম. এ করিমের সভাপতিত্বে এবং বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সদস্যসচিব লায়ন মশিউর আহমেদের পরিচালনায় সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম, ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. শেখ মোঃ সিরাজুল ইসলাম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।

কালের আলো/বিআর/এমএম