ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
প্রকাশিতঃ 1:14 pm | August 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
নিহতরা হলেন- নাজমুন নাহার (৪০), রফিকুজ্জামান (৪৫), নাদিম (২৫) ও রওকন (১৫)।
শুক্রবার (১৬ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বাস ও প্রাইভেটকার ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রামগোপালপুর এলাকায় পৌঁছালে বাসটি ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পাঠানো হয়েছে।
মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, আহতাবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখান আনার পর তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
কালের আলো/এনএল/এমএম