ডেঙ্গু ‘মহামারি’ আকার ধারণ করেনি : সাঈদ খোকন

প্রকাশিতঃ 8:37 pm | July 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেঙ্গু ‘মহামারি’ আকার ধারণ করেনি জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, একটি মহল বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিত করছে।

শুক্রবার(২৬ জুলাই) ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিরুদ্ধে গণসচেতনতামূলক সেমিনার শেষে সাংবাদিকদের এমনটা বলেন খোকন।

তিনি বলেন, ঢাকা শহরে ডেঙ্গু ভাইরাসের বিস্তার এখনো মহামারি আকার নিয়েছে বলা যায় না। মহামারির একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে।

তবে মহামারির সংজ্ঞা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু ব্যাখ্যা করেননি মেয়র।

তিনি বলেন, সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে পরামর্শ করার পর এটি নিশ্চিত করা যেতে পারে যে ডেঙ্গু মহামারি কিনা। একটি মহল বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিত করে তোলার চেষ্টা করছে।

মেয়র বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সাত থেকে দশ হাজার। তিন লাখের বেশি ডেঙ্গু রোগী কখনই হতে পারে না।

এ বছর মশাবাহিত ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করেছে। সরকারি তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ৮ হাজার ৫৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজন মারা গেছেন।

কালের আলো/এআর/এমএম

Print Friendly, PDF & Email