ময়মনসিংহে চলমান হোম ডেলিভারী সার্ভিসের যাত্রা শুরু
প্রকাশিতঃ 7:57 pm | July 25, 2019

কালের আলো ডেস্ক:
ময়মনসিংহ নগরীর নাগরিক জীবনকে সহজ করে দিতে যাত্রা শুরু করেছে ‘চলমান’ নামে হোম ডেলিভারী সার্ভিস।
বৃহস্পতিবার(২৫ জুলাই) নগরীর কালীবাড়ি এলাকায় প্রতিষ্ঠানটির অফিস থেকে আনুষ্ঠানিক ভাবে সার্ভিসটির উদ্বোধন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে চলমান জানায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় যে কোন রেস্টুরেন্টের খাবার, কেক, মিষ্টিসহ বাজার ও পার্সেল হোম ডেলিভারী দিচ্ছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি ময়মনসিংহের যে কোন উপজেলায় পার্সেল, ডকুমেন্টস হোম ডেলিভারী দিচ্ছে তারা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্র চক্রবর্ত্তী জানান, ময়মনসিংহে মানুষের চাহিদা মতো স্বল্প সময় ও নিরাপদে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ নিয়ে যাত্রা শুরু করেছে চলমান।
‘চলমান’ এ অর্ডার করতে চাইলে ফেসবুক পেজ, ওয়েব সাইট বা মোবাইলে কল করতে হবে।
কালের আলো/এআর/এনবি