মরক্কোয় ভারী বৃষ্টিতে গাড়ির ওপর পাহাড়ধস, ১৫ যাত্রী নিহত
প্রকাশিতঃ 7:56 pm | July 26, 2019

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
মরক্কোয় যাত্রীবাহী গাড়ির ওপর পাহাড়ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, দেশটির মরকেচ শহরে অ্যাটলাস পর্বতমালার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৬ জুলাই) কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, গত বুধবার (২৪ জুলাই) রাতে ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে গাড়িটি।
সেখান থেকে ১১ জন নারী, তিন জন পুরুষ ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাড়িটি কাসাব্ল্যাঙ্কা থেকে থেকে তালিউইনে যাচ্ছিল।
পাহাড়ধসে সড়কের ওপর প্রায় ২০ মিটার উঁচু মাটির স্তূপ তৈরি হওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
কালের আলো/এআর/এমএম