ময়মনসিংহে বোনকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশিতঃ 9:05 pm | July 15, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে বোনকে হত্যার দায়ে ভাই রুবেল মিয়াকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আগুনাপাড়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়া কাজের সুবাদে স্ত্রী-সন্তানদের নিয়ে ভালুকা উপজেলা জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় থাকতেন। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি নিজ বাড়িতে তুচ্ছ ঘটনায় তার মেয়ে আমেনা খাতুনকে (১৪) হত্যা করে তারই ছেলে রুবেল।

এ ঘটনায় ওইদিন রাতেই বাদশা মিয়া বাদী হয়ে ছেলে রুবেলের নামে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রায় সাড়ে চার বছর পর আদালত সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

কালের আলো/এআর/এমএম