ইতালীর পালেরমোতে গণধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশি আটক
প্রকাশিতঃ 8:21 pm | July 14, 2019

ইসমাইল হোসেন স্বপন, ইতালী প্রতিনিধি:
ইতালীর সিসিলী দ্বীপের রাজধানী পালেরমোতে এক ইতালীয়ান ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে ইতালীয়ান পুলিশ।
নির্যাতিতার বর্ণনা অনুযায়ী গঠনাস্থল পরিদর্শন করে পুলিশ। এরপর আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে পুলিশ।
অপরাধী সনাক্তের পরই নিজ বাসস্থান থেকে সাগর দেব (২১) ও ফেরদৌস খান (১৯) নামের দুই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গত ৪ জুলাই ভোর রাতে শহরে বন্ধুবান্ধবদের সাথে সময় কাটিয়ে বাসায় ফিরছিলেন এই ছাত্রী। কিন্ত অনেক আগে থেকেই উৎপেতে নজর রাখছিলো দুই ধর্ষক। তারা মেয়েটিকে কিছু বুঝতে না দিয়ে রাস্তার উল্টো পাশ থেকে তার পিছু নেয় , মেয়েটি তার বাসার কাছাকাছি এসে পৌঁছালে অপরাধীরা পেছন থেকে মেয়েটির ওপর ঝাপিয়ে পরে এবং তার হাত মুখ আটকে একটি নির্জন জায়গায় নিয়ে তার ওপর বর্বর নির্যাতন চালায়।
পুলিশ নির্যাতিতা ঘটনার আলামত হিসেবে মোবাইল জব্দ করেছে।
পুলিশ জানায়, ধর্ষণকারীরা শুধু শারিরীক নির্যাতন করে ক্ষান্ত হয়নি তারা ধর্ষণের ভিডিও তাদের ফোনে ধারণ করেছিল । পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করেছে। পুলিশ হেফাজতে থাকা দুই আসামি অন্য কোন অপরাদের সাথে জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারী দল।
কালের আলো/এআর/এমএম