বুয়েটের সিনেট সদস্য হলেন মেয়র আতিকুল ইসলাম
প্রকাশিতঃ 8:56 pm | July 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় ডিএনসিসির পক্ষ থেকে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দুই বছরের জন্য সিনেট সদস্য হিসেবে আতিকুল ইসলামকে মনোনীত করেছেন বুয়েট চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। চলতি মাসের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকে সদস্য হিসেবে মেয়াদ শুরু হয়েছে আতিকের।
আতিকুল ইসলামকে সিন্ডিকেট সদস্য হিসেবে ঘোষণা দিয়ে ইতোমধ্যে চিঠিও দেওয়া হয়েছে বুয়েটের পক্ষ থেকে। বুয়েটের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান এ চিঠিতে স্বাক্ষর করেন।
কালের আলো/এআর/এমএম