ময়মনসিংহে ১০ টাকা কেজি করে চাল পাচ্ছে ১৬ লাখ পরিবার

প্রকাশিতঃ 9:08 pm | March 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে কমপক্ষে ১৬ লাখ পরিবার। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী এপ্রিল মাস পর্যন্ত। হতদরিদ্র এসব পরিবার ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে।

সোমবার দিনমান জেলার গফরগাঁও, ভালুকা ও ত্রিশাল উপজেলায় খাদ্যবান্ধব এ চাল বিতরণ কর্মসূচি পরিদর্শন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি) ফুড সাইফুল ইসলাম। এ সময় এ চাল বিতরণের কোন ধরণের অনিয়ম হলেই ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।

সরকার অনুমোদিত ডিলাররা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন স্পটে অতি দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করছেন।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি) ফুড সাইফুল ইসলাম বিকেলে জানান, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগান নিয়ে পুরো ময়মনসিংহ জেলায় কার্ডধারী ৩ লাখ ১০ হাজার অতি দরিদ্র পরিবার ১০ টাকা মূল্যে ৩০ কেজি করে চাল পাবে।

এ কার্ডধারীদের প্রতি পরিবারে ৫ জন করে সদস্য ধরলে প্রায় ১৬ লাখ পরিবার এ কর্মসূচির সুবিধা ভোগ করবে। এ খাদ্য বান্ধব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন।

 

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email