বিকেলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশিতঃ 12:56 pm | July 05, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বিশ্বকাপে আজ নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লন্ডনের লর্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এই ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। এক্ষেত্রে বাদ পড়বেন সাব্বির রহমান।

গত ম্যাচের মতো আজও মিরাজকে একাদশের বাইরে রাখা হতে পারে। বৃহস্পতিবার অনুশীলনের সময় মুশফিকুর রহিম কনুইয়ে আঘাত পেলেও তা গুরুতর নয়। তার একাদশে থাকা নিয়ে কোনো শঙ্কা নেই। অন্যদিকে, পাকিস্তান একাদশ থেকে বাদ পড়তে পারেন ওয়াহাব রিয়াজ। শেষ ম্যাচে সুযোগ দেয়া হতে পারে পেসার মোহাম্মদ হাসনাইনকে।

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। তাই আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। আট ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে টাইগাররা এখন পয়েন্ট টেবিলে সপ্তম অবস্থানে রয়েছে। আর আট ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ (সম্ভাব্য): ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ/মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।

কালের আলো/এআর/এমপিও