গাজীপুরের স্পিনিং মিলসের আগুন নিয়ন্ত্রণে ১৭ ইউনিট, নিহত ১

প্রকাশিতঃ 10:38 pm | July 02, 2019

কালের আলো প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় রাসেল মিয়া (৪৫) নামে ওই কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে। তবে পানি স্বল্পতায় সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে গাজীপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করছে। এ ঘটনায় রাসেল নামে ওই কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এছাড়া চারজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, পানি সংকট থাকায় স্পিনিং মিলের আগুন নেভাতে সময় লাগছে। তবে বিভিন্ন ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করছে। এ ঘটনায় রাসেল নামে ওই কারাখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত স্পিনিং মিলে আগুন জ্বলছে।

কালের আলো/এআর/এমএম