আইডিয়াল ইন্টা. স্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ মাহফিল

প্রকাশিতঃ 1:22 am | March 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ লায়ন মুহাম্মদ মুনিরুজ্জামানের সভাপতিত্বে এ মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ময়মনসিংহের পরিচালক ডা. এ,কেএম ওয়ালিউল্লাহ ও বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশন ময়মনসিংহের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী।

 

কালের আলো/ওকে