সব বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হবে: দীপু মনি

প্রকাশিতঃ 8:59 pm | June 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামী ২০২১ সাল থেকে দেশের সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, ২০২১ সাল থেকে দেশের সব বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষার একটি বিষয় বাধ্যতামূলক হবে। প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে দুটি ট্রেড (কারিগরির বিষয়) থাকবে। সেখান থেকে শিক্ষার্থীরা যেকোনো একটিতে পারদর্শী হবে।

রোববার(২৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, যদি কোনো শিক্ষার্থী উচ্চতর শিক্ষা না নিতে পারে, তাহলে সে যেন বেকার না থাকে, সে জন্যই কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার। তিনি বলেন, এসডিজির ১৭টি লক্ষ্যের সব কটির সঙ্গেই শিক্ষা জড়িত। শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার সংস্কারমূলক কার্যক্রম শুরু করছে।

তিনি বলেন, এসডিজি এর ১৭টি লক্ষ্যের সবগুলোর সাথেই শিক্ষা জড়িত। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার সংস্কারমূলক কার্যক্রম শুরু করছে। আমাদের সৃজনশীল পদ্ধতির মধ্যে ও এক ধরনের কড়াকড়ি আছে, সরকার এই কড়াকড়ি দূরী করণে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, জিডিপির কমপক্ষে ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রাখতে আমরা এখনো পর্যায়ে যেতে পারিনি। আমাদের যেতে হবে অনেক দূর। বাজেট আরও বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্ধারিত সময়ের অনেক আগেই বাংলাদেশ এসডিজি অর্জন করবে। আমাদের মনে রাখতে হবে, উন্নয়ন মানে পকেটভর্তি টাকা নয়; উন্নয়ন হলো জীবনযাত্রার উন্নয়ন এবং আইন মানার সংস্কৃতি তৈরি করা।’

পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম বলেন, ‘বাংলাদেশ এসডিজি অর্জনে অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক অনেক এগিয়ে আছে। এসডিজি খুবই জটিল ও বহুমুখী। অনেক কিছু আমাদের সঙ্গে প্রাসঙ্গিকও না। আমাদের মতো করে এগিয়ে যেতে হবে। এমডিজি অর্জনে সাফল্যের দিক দিয়ে বাংলাদেশ প্রথম ১৬টি দেশের মধ্যে অন্যতম। বাংলাদেশ এমডিজি অর্জনে ১০টি পুরস্কার পেয়েছে।’

ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে কর্মাশালায় বক্তব্য দেন সাংবাদিক শ্যামল দত্ত, মনজুরুল আহসান বুলবুল প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

কালের আলো/এনএ/এমএইচএ