ফুটপাতে ওয়াটার হাইড্রেন্ট বসানো হবে : ফায়ার সার্ভিস ডিজি

প্রকাশিতঃ 12:05 pm | June 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অগ্নি নির্বাপনে পানি সংকট বিবেচনায় সড়কের ফুটপাতে ‘ওয়াটার হাইড্রেন্ট’ বসানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। এসময় তিনি ফায়ার সার্ভিসে জনবল বৃদ্ধির কথাও জানান।

তিনি বলেন, উন্নত দেশগুলোতে সড়কের ফুটপাতে, বাসা বা ভবনের সামনে ওয়াটার হাইড্রেন্ট বসানো থাকে। আমাদের দেশেও ওয়াটার হাইড্রেন্ট দরকার। কারণ আগুন লাগার খবর পেলে আমরা সামান্য কিছু পানি নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে পর্যাপ্ত পানি পাই না। সড়কে ওয়াটার হাইড্রেন্ট থাকলে এ সমস্যার সমাধান হবে।

ডিজি বলেন, যদিও ওয়াটার হাইড্রেন্ট বসানো ফায়ার সার্ভিসের কাজ না, ওয়াসার কাজ। কিন্তু এতদিন যেহেতু ওয়াসা এই কাজ করেনি তাই আমরাই উদ্যোগী হচ্ছি। সড়কের ফুটপাতে, বাসার সামনে ওয়াটার হাইড্রেন্ট বসানো হবে, তবে একটু সময় লাগবে।

বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, নীতিমালা মেনে ভবন তৈরি করা হলে দুর্ঘটনা কম ঘটে। দুর্ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস সহজে কাজ করতে পারবে। এতে দ্রুত দুর্ঘটনা কবলিত মানুষকে দ্রুত উদ্ধার ও ক্ষয়ক্ষতি কমানো যাবে।

তিনি আরো বলেন, অনেকে ভবনে ফায়ার সেফটি নিশ্চিত করেন না। তারা মনে করেন এটি ‘ওয়েস্ট’। কিন্তু তারা একবারও চিন্তা করেন না, আগুন লাগলে তাদেরই ক্ষয়ক্ষতি বেশি হবে। তাই ভবনে ফায়ার সেফটি রাখা ‘ওয়েস্ট ইনভেস্ট’ না ভেবে প্রফিট ইনভেস্টমেন্ট মনে করা উচিত।

প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মাণ করা হচ্ছে জানিয়ে সাজ্জাদ হোসাইন বলেন, সব স্টেশন চালু করা হলে সারা দেশে সাড়ে পাঁচ শতাধিক ফায়ার স্টেশন হবে। আমাদের লোকবল সংকট রয়েছে। ধীরে ধীরে নিয়োগ ও তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য ১৫ হাজার নিজস্ব জনবল ও অন্যান্য বাহিনী থেকে আসা জনবল মিলিয়ে ২৫ হাজারে উন্নীত করা।

ফায়ার সার্ভিসে কর্মরত ছাড়াও বর্তমানে প্রায় ৪৫ হাজার ভলেন্টিয়ার রয়েছে। এটিকে ৬২ হাজারে উন্নীত করার কাজ চলছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পেও ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কালের আলো/এআর/এমএম