ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩০

প্রকাশিতঃ 11:10 pm | June 21, 2019

ইন্দোনেশিয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবার(২১ জুন) বিকেলে দেশটির উত্তর সুমাত্রার বিনজাই শহরের একটি দিয়াশলাই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে দেশটির উত্তর সুমাত্রার দুর্যোগ সংস্থার প্রধান রিয়াদিল লুবিস।

স্থানীয় একজন বলছেন, আমি যখন জুমার নামাজ পড়তে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে এই বিস্ফোরণের শব্দ শুনতে পাই। কিন্তু কী বিস্ফোরিত হয়েছে, তা জানতে পারিনি।

পুলিশ বলছে, একটি গ্যাস ক্যানিস্টার বিস্ফোরিত হয়ে সম্ভবত এই আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু এখন কি কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

‘আমরা এখনো হতাহতদের শনাক্ত করে যাচ্ছি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আগুন থেকে ৩ ব্যক্তি পালিয়ে বেঁচেছেন’

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান জানান, নিহতদের শরীর পুরোপুরি পুড়ে যাওয়ায় তাদেরকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

কালের আলো/এআর/এমএম