পরীমনি এবার জ্যোতিষ!
প্রকাশিতঃ 11:25 pm | June 18, 2019

শোবিজ ডেস্ক, কালের আলো:
চলতি বছর ৩ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বিশ্ব সুন্দরি’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি প্রথম বারের মত চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।
মঙ্গলবার(১৮ জুন) থেকে শুরু হয়েছে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার শুটিং। ফরিদপুরে হচ্ছে সিনেমাটির প্রথম ধাপের শুটিং। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় দুই তারকা পরীমনি ও সিয়াম আহমেদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হলেন এই দুই অভিনয়শিল্পী।
‘বিশ্বসুন্দরী’ সিনেমার শুটিং শুরুর আগে নায়ক সিয়াম সম্পর্কে পরী তার ফেসবুকে লিখেছেন, ‘২০১৫ তে একটা টিভি অনুষ্ঠানে আমাদের প্রথম আলাপ। আমি ছিলাম গেস্ট, সিয়াম হোস্ট। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিলো “মহুয়া সুন্দরী”। রিলিজের প্রমোশনটা বেশ জমিয়ে হয়েছিলো সেদিন। শো শেষে আমরা সেটের সবাই মিলে ছবি, সেলফি তুলতে তুলতেই সিয়ামকে বলছিলাম, “তুমি সিনেমার হিরো হয়ে যাও। হিরো হিরো ভাব-ভঙ্গি করো কিন্তু তুমি।” উপস্থিত সবার সঙ্গে উনিও একদম হো হো হেসে উড়িয়ে দিলো ব্যাপারটা। আহা সে যে এখন বাংলার হার্টথ্রব হিরো। তো কি দাঁড়ালো এবার! ফললো তো আমার কথা!’
পরী তার স্ট্যাটাসে আরও লিখেন, ‘হি হি, একটু জ্যোতিষ জ্যোতিষ ভাব নিলাম আর কি। ঘটনাটা কিন্তু মজার ‘মহুয়া সুন্দরী’ থেকে ‘বিশ্বসুন্দরী’ আর হিরোটা এবার তুমিই সিয়াম আহমেদ। ঘটনা আরো একটা আছে, এই দুই সুন্দরী ছবির ডিরেক্টর দুজনই মহিলা।’ তবে মজার ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, কাকতালীয় ভাবে এই দুই সুন্দরী ছবির ডিরেক্টর দুজনই মহিলা।’
সিনেমাটিতে পরী-সিয়ামের পাশাপাশি আরও আছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মুনীরা মিঠু, আনন্দ খালেদসহ আরও অনেকে।
কালের আলো/এআর/ডিএফ