জঙ্গিবাদ রুখতে প্রয়োজন সংস্কৃতিকর্মীদেরই কার্যকরী ভূমিকা : সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রকাশিতঃ 10:14 am | June 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
জঙ্গিবাদ রুখে দিতে সংস্কৃতিকর্মীদের কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।
তিনি বলেছেন,সংস্কৃতিবান মানুষ নীতি-নৈতিকতা সম্পন্ন ও মানবিক হয়ে গড়ে ওঠে। সংস্কৃতি নির্মমতা, ঘৃণা-বিদ্বেষ এবং মানুষ খুনের মতো অমানবিকতার বিপক্ষে।
শনিবার (১৫ জুন) রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল ওয়াদুদ সরকারের মেয়ে ওরিন নাশিদ হৃদি শিক্ষা জীবনে সাফল্যের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মেদ।
এতে আরো বক্তব্য রাখেন- ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, ডা: কে আর ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে একক সঙ্গীত পরিবেশেন করেন ওরিন নাশিদ হৃদি।
কালের আলো/ওএইচ/এমএম