খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে বিএনপির মানববন্ধন

প্রকাশিতঃ 12:11 am | March 07, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে নগর বিএনপি।

মঙ্গলবার দুপুরে নগরীর স্টেশন রোড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে দলের কর্মীরা। মানববন্ধনে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন- ময়মনসিংহ নগর বিএনপি’র সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, বিএনপি নেতা রতন আকন্দ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা-বানোয়াট মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে। নেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।